বাঁশখালীর নৌকার প্রার্থীর পক্ষে সালাহউদ্দীন সাকিবের প্রচারণা

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চৌধুরী মোহাম্মদ গালিবের পক্ষে গত ২২ মার্চ শুক্রবার ব্যাপক গণসংযোগ, পথসভা ও প্রচারণাসহ নানা তৎপরতা চালিয়েছেন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক ও আওয়ামীলীগের বিগত সংসদ নির্বাচনে গঠিত সংসদীয় কমিটির সদস্য সালাহউদ্দীন সাকিব। প্রচারণা ও গণসংযোগকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী তারুণ্যের অহংকার চৌধুরী মোহাম্মদ গালিবকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এসময় তিনি বলেন, গালিবের বাবা মরহুম সুলতান উল কবির চৌধুরীর রাজনৈতিক জীবনে যেমন কোন কলংক নেই তার সুযোগ্য সন্তান চৌধুরী গালিবও তার নেতৃত্বকালীন জীবনে কোন দাগ কিংবা স্পট না লাগানোর ওয়াদাবদ্ধ। তাই যোগ্য পিতার যোগ্য সন্তানকে নৌকায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে বাঁশখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। জনাব সালাহউদ্দীন সাকিব আওয়ামীলীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবদুল গফুর এর টিউবওয়েল প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার কাজেমীর ফুটবল প্রতীকের পক্ষেও গণসংযোগ, পথসভা এবং প্রচারণা চালান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ