দাউ দাউ করে জ্বলছে গোটা শহর, প্রাণের মায়া ত্যাগ করে ছুটছে সবাই

দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়া। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ভয়ঙ্কর দাবানলের মধ্যে পুড়ছে একের পর এক বাড়ি। প্রাণ বাঁচানোর তাগিদে লোটাকম্বল বেঁধে পালাচ্ছেন বাসিন্দারা। মূলত গরম আর শুকনো আবহাওয়ার কারণে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে আগুনের। বিঘের পর বিঘে জমি পুড়িয়ে মেলবোর্নের দাবানলের টার্গেট এবার জনবসতি।
ইতিমধ্যেই দাবানলের পেটে ঢুকেছে বুনিপ স্টেট পার্কের একাধিক বাড়ি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। শুধু তাই নয় বর্তমানে যা অবস্থা তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সে দেশের প্রশাসন।
স্থান্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, বাজ পড়ে প্রথম আগুন লাগে বনাঞ্চলে। তারপর আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে। একের পর এক সম্পত্তি আগুনের গ্রাসে চলে। ইতিমধ্যে শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর কাজ শুরু করেছে। তৈরি রয়েছে একশটি গাড়ি, হেলিকপ্টার। আকাশপথে জল ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। যদিও যেভাবে আগুন বাড়ছে তাতে বাসিন্দাদের দ্রুত বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে প্রশাসন।
/কলকাতা২৪x৭!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ