বাশঁখালীর সাধনপুর ইউনিয়নের বাইন্যাদিঘী
এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক
থেকে খাদে পড়ে গিয়ে অন্তত ৪০ জন যাত্রী মারাত্মক হতাহত হয়েছে। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা জন্য বাঁশখালী হাসপাতালে, আনোয়ারা হাসপাতালে ও চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতাল
পাঠানো হয়েছে,পরে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতাল সৃত্রে জানা যায় সাধনপুরে বাস
দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ৫০ বছর বয়সের অজ্ঞাত নামা এক ব্যাক্তি মৃত্যু বরণ করেছে।
আজ ২ মার্চ শনিবার দুপুর ২ ঘটিকার সময় চট্টমেট্রো-(জ) ১১-০৫৩৯ নম্বরের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি সাধনপুর ইউনিয়নের বাইন্যাদিঘী
নামক স্থানে এলে প্রধান সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে কালীপুর ও কোকদন্ডী এলাকার মো. নাছির (৪০), মো. আনসার (৪৫), ৩ নং খানখানাবাদ ইউনিয়ন প্রেশাশিয়ার সোলেমান (৪৪), পুর্ব গুনাগরীর সাখাওয়াত হোসেন (২৫), বাহারছড়া ইউনিয়ন ও রত্নপুরের পপি আক্তার (১৮), কামরুন নাহার (৪৫), সাথী আক্তার (১৫), সরলের মিনজীরিতলার মো: আলমগীর (৩৫), গন্ডামারার
মো: জহির (৬০), কাহারঘোনার আকতার হোসেন (৪০) সহ প্রায় ৪০ জন যাত্রী আহত হন।
0 মন্তব্যসমূহ