মমতা’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
পিকেএসএফ এর সহায়তায় মমতা কর্তৃক বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নগরীর হালিশহর থানা এলাকায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মমতার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হালিশহর থানাধীন ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নাচ, গান ও অভিনয় শাখার প্রত্যেক ইভেন্টে ক ও খ দলে ২টি করে মোট ৬ দল অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন মমতা’র পরিচালক ও উক্ত কর্মসূচির ফোকাল পারসন তৌহিদ আহমেদ।

উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার এ.এ.কে. আরেফউদ্দীন ফাহিম, কর্মসূচি সংগঠক সিফাত কবির খান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী প্রবীর পাল, শিল্পী সোহানা বেগম, ও সিনিয়র অফিসার ফিরোজা বেগম ইমন। এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ