পটিয়ার প্রাচীনতম হাইস্কুলকে সরকারিকরণ করা হবে

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই প্রদান, শিক্ষা উপবৃত্তি শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তির টাকা প্রদানসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ভবন নির্মাণের বরাদ্দ দিয়ে যাচ্ছে, যাতে করে ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মেধাসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠতে পারে। পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত শিক্ষা অধিদপ্তর থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং শেখ রাসেল কম্পিউটার ল্যাব প্রদান করা হয়েছে। আগামীতে পটিয়ার প্রাচীনতম হাইস্কুলকে সরকারিকরণ করা হবে। তিনি গতকাল শনিবার দুপুরে পটিয়া হাইস্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনর রশিদের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ। শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ. লীগ নেতা নাছির আহমদ চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর আলম ছিদ্দিকী, মৃদুল দেব, মো. নজরুল ইসলাম, মো. সোলায়মান, অলক দাশ, আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সুনিল কুমার বড়–য়া, কৃষ্ণা মহাজন, শিখা রানী দেবী প্রমুখ। প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি শিক্ষা অধিদপ্তর থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
/পূর্বকোণ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ