কবি নুর মোহাম্মদ
টুঙ্গীপাড়ার সেই ছেলেটি
জানান দিলো এসে
ভূবন মাঝে কথায় কাজে
জাগলো হেসে হেসে ।
হাসলো দেখে ফুল পাখিরা
তোমার গান গেয়ে
হাসলো মায়ের লাল পতাকা
সোনার ছেলে পেয়ে ।
কর্ণফুলী হাসলো দেখে
শীতল ঢেউ খেলে ,
আসলো বুঝি বঙ্গনবাব
মায়ের শ্রেষ্ট ছেলে ।
হাসলো সবে আমজনতা
হাসলো নাতো খুনি ,
স্বাধীনতায় উঠলো গেয়ে
তুলে জয়ের ধ্বনি ।
মুজিব নামের সেই ছেলেটি
লাখের মাঝে সেরা ,
আপন কাজে দেশের মাঝে
সেই সব স্মৃতি ঘেরা।
0 মন্তব্যসমূহ