সিজেকেএস বৈশাখী উৎসব ২৭ এপ্রিল

মোহাম্মদ এরশাদঃ
মাননীয় সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের নির্দেশনায় সিজেকেএস ক্রীড়া পরিবারের সদস্যবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্বের বন্ধন ও সম্প্রীতি দৃঢ়তর করার লক্ষ্যে বাংলা নববর্ষ ১৪২৬ বাংলাকে নতুন ভাবে, নতুন সাজে, নতুন আনন্দে, নতুন সম্ভাবনায়, নব উদ্যোমে বরণ করে নিতে সিজেকেএস ক্রীড়া পরিবারকে নিয়ে বৈশাখী উৎসব ১৪২৬ উদ্যাপন করার লক্ষে এক প্রস্তুতি সভা গত ২৭ মার্চ ২০১৯ইং সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সর্বসম্মত সিদ্ধান্ত মতে আগামী ২৭ এপ্রিল ২০১৯ইং, শনিবার দিনব্যাপী এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে বৈশাখী উৎসব ১৪২৬ উদ্যাপন করা হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এস.এম শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য মো: কামাল উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিজেকেএস এর অন্যতম কাউন্সিলর নজরুল ইসলাম লেদু কে আহ্বায়ক এবং সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরকে সদস্য সচিব করে একটি বৈশাখী উৎসব উদ্যাপন কমিটি গঠন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ