প্রীতি ক্রিকেট ম্যাচে কর্ণফুলী ক্রিকেট একাডেমির জয়।

দিগন্ত দেবঃ 
বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম কর্নফুলি ক্রিকেট একাড়েমীর মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ গত ২৮/০৪/১৯ তারিখে কর্নফুলী একাডেমিস্থ
 মাঠে অনুষ্টিত হয়,উক্ত ম্যাচে কর্নফুলী ক্রিকেট একাড়েমি ৭২ রানে জয় লাভ করে।
বাঁশখালী ক্রিকেট একাডেমি সকালে
 টসে জিতে কর্নফুলী ক্রিকেট একাডেমিকে
প্রথমে ব্যাট করতে আমন্ত্রন জানান, ব্যাট করতে নেমে কর্নফুলি ক্রিকেট একাডেমি নিধারিত ৪২.৪(৪৫) ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে।
দলের হয়ে শাওন ৫৪, মুরাদ ৩৪,মোহাব্বত ২০*, তাইজুল ১৮,কনক ১৫, ও রিপাত ১০ রান সংগ্রহ করেন। বোলিং বাঁশখালী ক্রিকেট একাডেমির
 হয়ে হৃদয় ৩টি,সাদ্দম,তুরাজ, আরফাত, আশরাফুল, তুষার, ও হৃদয়(২) ১টি করে উইকেট লাভ করে।
জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ২৩১ রানের লক্ষে ব্যাট করতে নেমে নিধারিত ২৩(৪৫) ওভারে সবকটি উইকেট হারিয়ে  ১৫৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সাদ্দাম ৮২, সুমন ২৪* তুরাজ ৮, তুহিন ৭ এবং সোহেল ৪ রান সংগ্রহ করে,বোলিংয়ে কর্নফুলি ক্রিকেট একাড়েমির হয়ে তানজিদ ও হারুন ৩টি করে, আল আমিন ২টি ও তাইজুল ১টি করে উইকেট লাভ করে।
উক্ত খেলায় ম্যন অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কর্নফুলি ক্রিকেট একাড়েমির "শাওন"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ