মৃত্তিকা, দ্বিধা হও


আরণ্যক টিটোঃ
কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না!...
দেখছে না কেউ, দেখছে না হরতনের রাজা,
প্র/শাসন
কিংবা বিধান!...
ভয়ে
কলিসব ফুটছে না,
পাখিসব ডাকছে না, আহা পোড়াজমি, ফসল, ফলছে না!...
মৃত্তিকা,
দ্বিধা হও!...
এই
জীবনকেন্দ্রের ভার কাকে দিয়ে যাব?...
কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না!...
ব্যথায় কুঁকড়ে যাচ্ছি, বলতে পারছি না, উহ্! আহ্!…
ভয়, লোকজন
ঠারে ঠারে ঠাউরাবে, ধুর্, শালার পাগল!...
কেটে যাচ্ছে, রক্ত বেরুচ্ছে না!...
দেখছে না, দেখছে না কেউ,
রে মদন,
বুঝি না! বুঝি না!
কোনবা বাতাসে নড়ে তালগাছ মহাশয়,
ঝরে
বাবুইয়ের বাসা, শিল্পলোক!
ব্যথায় কুঁকড়ে যাচ্ছি, বলতে পারছি না, উহ্! আহ্!
ভয়, লোকজন
ঠারে ঠারে ঠাউরাবে, ধুর্, শালার পাগল!...

মৃত্তিকা,
দ্বিধা হও!...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ