বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মেধা ও শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী  উপজেলার  ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মেধা ও শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০১৯ ,আজ ১৯ এপ্রিল রোজ শুক্রবার কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২টায় লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। মেধাবৃত্তি পরিষদের প্রধান পৃষ্টপোষক ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এড: অা,ন,ম শাহাদত অালম,পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক কায়েস অাহমদ,পরিষদের সভাপতি বাবু চন্দন কান্তি দত্ত, সা: সম্পাদক বাবু কৃষ্ন প্রসাদ সেন, সহ সম্পাদক মৌলানা নোমান,মো: মোজাফ্ফর অাহমদ,  অর্থ সম্পাদক মো: জসিম, অধ্যাপক রফিকুল ইসলাম,
এড:রফিকুল ইসলাম চৌং,কালীপুর স্কুলের সহকারী প্রধান বিকাশ ধর,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান নারায়ন সরকার,  অা: লীগ নেতা  শাহাদত ফারুখ,অামির হোসেন বাবুল,জসিম উদ্দিন মেম্বার,  অমলেন্দু চৌং, বাঁশখালী অাধুনিক হাসপাতালের এম,ডি মো: শোয়াইব, স: প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্চন গুপ্ত, শ্রীধর গুহ, রিটন দেব,  মাষ্টার তপন ধর, স্বপন বিশ্বাস,  ব্যাংক কর্মকর্তা মো ইউনুচ, অালহাজ্ব অাজিজুর রহমান, অাবদুল হক, মো মনির, ইউ,পি সদস্য হারুনুর রশিদ,অানোয়ারুল অাজিম,নুরুল মোস্তাফা,ফিরোজ তালুকদার,মো ফরিদ,নুরুল ইসলাম,সানন্দা রুদ্র, এবং জাহাঙ্গীর অালম,মো শফিকুল অালম,ফরহাদুল অালম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক মন্ডলী,সহকারী শিক্ষক মন্ডলী,সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ এতে উপস্তিত ছিলেন। অাগামী কাল দুপুর  ১,৩০ ঘটিকার সময় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হবে। প্রতিযোগীদের যথাসময়ে উপস্তিত থাকার জন্য অনুরোধ করা হল
অদ্য লিখিত পরীক্ষায় যারা সারাদিন উপস্তিত থেকে সুচারুরূপে  পরীক্ষা গ্রহন ও খাতা মূল্যায়ন করেন এবং সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে পরিষদের পক্ষথেকে প্রনঢালা অভিনন্দন জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ