যদি কেউ জিজ্ঞেস করে কাকে চাইতাম!
হেসে বলবো একজনকেই বলেছিলাম দুনিয়ার সব দিয়ে দিলেও নিবোনা!
বলেছিলাম হে ক্ষুদ্র মানবি,
তোমায় চাই! তোমাকে চাই।
আর বলতাম একটা করে ফুল আনবে; আমি ফুল চাই।
যদি কেউ জিজ্ঞেস করে কাকে চাইতাম,,
হেসে বলবো একজনকেই বলেছিলাম ৩০/৪০ বছর পর কাজ কমলে বার্ধক্য আসলে চোখের সমস্যাটা হলে আমার হাত ধরে হাটবে প্লিজ?
বলেছিলাম হে বিরক্তিকর মানবি -
তোমায় চাই! তোমাকে চাই।
আর বলতাম প্রতিদিন দুইকাপ চা চাই; এত্তো যে চা খাই!
যদি কেউ জিজ্ঞেস করে কাকে চাইতাম!
হেসে বলবো একজনকেই বলেছিলাম;
প্রায় হাজার বার;
ঘুরতে গেলে, ফোন দিলে, মেসেজ আসলে প্রথমেই জিজ্ঞেস করতাম কি হই আমি তোমার?
হুমমম,,,,কি হই আমি তোমার???
উত্তর আসতো-
বাসায় রাখার মতো কেউ!
মাথায় দেয়ার মতো কেউ!
খালি পকপক পকপক!
তারপরেও বলেছি হে খারাপ মানবি,
আমি চাই! তোমায় চাই! তোমাকে চাই।
আর কিছু সময়ও চাই; আমি আমার পছন্দের কারন বুঝতে চাই।
বলতে চাইতাম -সিগারেট কিনে দিলেনা? আমি তোহ সিগারেট খাই!
যদি কেউ জিজ্ঞেস করে কাকে চাইতাম!
হেসে বলবো একজনকেই বলেছিলাম।
যে বলতো আমার কথা তার বাবার শেখানো কথার মতো!
আমার হাসি তার বাড়ির বাচ্চাদের মতো!
আমার হাতের নখ তার নানাদাদার মতো!
আমার চুল ঢেউ খেলানো পানির মতো!
আর যে বলতো আমি এমন কেনো! এমন কেনো!
আমার বড় বড় কাজে সে ছোট করে জানতে চেয়েছিলো কি চাই!
বলেছিলাম হে অসভ্য মানবি,
তোমায় চাই! তোমাকে চাই।
হঠাৎ বললাম আমার হাসি কি সুন্দর? তাহলে আমি হাসতেও চাই।
যদি কেউ জিজ্ঞেস করে কাকে চাইতাম!
হেসে বলবো একজনকেই বলেছিলাম!
যখন অযথা কাছে আসতো!
কিন্তু মুখে অন্য সুর ভাসতো!
বাতাসে মিথ্যে প্রেম প্রেম গন্ধ!
জানতাম ভুল হচ্ছে!
বুঝতাম আবর্জনা বাড়ছে!
তারপরেও হেসে বলেছি হে বৃদ্ধ মানবি-
আমি তোমায় চাই! তোমায় চাই! শুধুমাত্র তোমাকেই চাই।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ