সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে চবক ক্রীড়া সমিতি চ্যাম্পিয়ন

মোহাম্মদ এরশাদঃ   
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৮-১৯ এর সমাপনী খেলা গত ২৮ এপ্রিল  চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী দিনের খেলায় চবক ক্রীড়া সমিতি ১৪০ রানে শতদল ক্লাবকে পরাজিত করে লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় পাইরেটস অব চিটাগাং। খেলা শেষে বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলবে পুরস্কার বিতরণ করেন এবং রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন এতে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর পক্ষে জেনারেল ম্যানেজার শান্তুনু বিশ্বাস,
যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মো: এনামুল হক, পাইরেটস অব চিটাগাং এর স্বত্ত্বাধিকারী আহসান ইকবাল চৌধুরী সহ লীগে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমূখ। 
এ লীগ সুষ্ঠু, সুন্দর ও সফল সমাপ্তিতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সিজেকেএস নির্বাহী কমিটি, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, ক্রিকেট কমিটি, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, সাংবাদিকবৃন্দ, ম্যাচ রেফারী, আম্পায়ার, সিজেকেএস এর কর্মকর্তা-কর্মচারী, বিসিবি চট্টগ্রাম ভেন্যূর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ক্রীড়ামোদি দর্শক ক্রিকেট কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ