মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাশঁখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে
হ্যাবিট্যাট বাংলাদেশ ও কোরিয়ার অার্থিক সহযোগিতায় পরিচালিত অার অার এফ কর্তকৃ বাস্তবায়িত প্রকল্প পরিচিতি সভা গত ২৭ মে সকাল ১০ টায় শেখেরখীল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শেখেরখীল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা অাক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাবিট্যাট ইন্টারন্যাশনাল এর কান্টি ডিরেক্টর জন অামস্ট্রাং, অার অার এফ এর নির্বাহী পরিচালিত ফিলিপ বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অাবুল কালাম মিয়াজী,উপজেলা জনস্বাস্থ্য উপ~ প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী,অার অার এফ এর সাইট পরিচালক অরুন সরদার, হ্যাবিট্যাট এর মিহির কুমার দাশ, বাশঁখালী থানার এস অাই মাহাবুব অালম, শিক্ষক অাবদু ছবুর, ইকবাল হোসেন সহ সকল ইউপি সদস্য বৃন্দ এতে উপস্থিত ছিলেন, উল্লেখ্য এবার শেখেরখীল ইউনিয়নে ২১০ টি স্বাস্থ্য সন্মত ল্যাট্রিন ও ১৮ টি নলকুপ স্থাপনের জন্য কার্যক্রম বাস্তবায়িত হবে।
0 মন্তব্যসমূহ