মেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে উদীয়মান ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান


মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের ক্রিকেট খেলাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের
ফাইনাল খেলা ২০১৯ অদ্য ২৭ জুন ২০১৯ইং  বিকাল ২টায় এম.এ.আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়। এতে মোকাবেলা  করেন উদীয়মান ক্রিকেট একাডেমি বনাম ব্রাইট ক্রিকেট একাডেমি।

বিকালে ব্রাইট ক্রিকেট একাডেমি। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ব্রাইট ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে উদীয়মান  ক্রিকেট একাডেমির নিধারিত ২০. / ১৯.৫ ওভারে সব কয়টি
উইকেট হারিয়ে মাত্র ৭৩  রান সংগ্রহ করেন। দলের হয়ে এস এম ফারহান সর্বোচ্চ ২৪, তানভীর সাদ্দাত ১৫, সিরাজ শুভ ৬  সংগ্রহ করেন। ব্রাইট
 ক্রিকেট একাডেমীর হয়ে,রায়হান উদ্দীন, শহিদুল ইসলাম, রাকিব হোসেন ৩টি ও  হারুনুর রশিদ ১টি করে  উইকেট লাভ করেন। জবাবে ব্রাইট  ক্রিকেট একাডেমি  ৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে, ১৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে।

ফলে উদীয়মান ক্রিকেট একাডেমি ৪ রানে জয় লাভ করে মেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করলো উদীয়মান ক্রিকেট একাডেমি
ব্রাইট  ক্রিকেট একাডেমি হয়ে ইরফানুল হক কায়েস সর্বোচ্চ ২৪, মোঃ পারভেজ ৯, আব্দুল গফুর পন্টি ৬ রান করনে। উদীয়মান ক্রিকেট একাডেমীর হয়ে সিরাজ শুভ, তানভির শাদাত,শাদাত হোসেন ২টি এবং রায়ান ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উদীয়মান ক্রিকেট একাডেমির খেলোয়াড় তানভীর শাদাত তাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।খেলা শেষে সন্ধ্যায় সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক এবং সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস। ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ক্রিকেট কমিটির ভাইস-চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান, শওকত হোসাইন, সিজেকেএস নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর এস.এম শহীদুল ইসলাম, দিদারুল আলম দিদার, নাসির মিঞা, লিয়াকত আলী জসিম, হারুনুর রশিদ, রায়হান উদ্দিন রুবেলসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাকাডেমির খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।উক্ত ফাইনাল খেলাটি  পরিচালনা করেন মনজুরুল ইসলাম ও জয়নাল আবেদীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ