বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

বি,এন ডেস্কঃ
শিশুকাল থেকে ছাত্র-ছাত্রীদের সততার সাথে শিক্ষাজীবন গড়ে তোলার লক্ষ্যে ২৩ জুন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় দেশের অন্যান্য স্থানের মত স্কুলটিতে সততা স্টোর উদ্বোধনকালে অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, মালিকবিহীন সততা স্টোর থেকে পছন্দনীয় জিনিস ক্রয়ের ব্যবস্থায় শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চায় থাকবে। পরে তিনি নিজেই ১টি শিক্ষাসামগ্রীর মূল্য পরিশোধ করে সততা স্টোরের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, স্কুলের অভিভাবক সদস্য আজগর হোসেন, শিক্ষক প্রতিনিধি মোরশেদুল হাসান চৌধুরী, দাতা সদস্য শেখ আলী মোস্তফা চৌধুরী মিশু, শিক্ষক দীপন চক্রবর্তী, শিক্ষক মৌলানা ইব্রাহীম নুরী।
/দৈনিক পূর্বকোণ/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ