বাঁশখালীর বৈলছড়িতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক মহিলার মৃত্যু

মোহাম্মদএরশাদঃ
বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডেস্থ পূর্ব বৈলছড়ি অভ্যারখীল পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এক মহিলার মৃত্যু ঘটেছে।

আজ ১৫ জুন শনিবার
সকালে বৈদ্যুতিক তারের সাথে  স্পৃষ্ট হয়ে মৃত দিলোয়ারা বেগম (৫২) ওই এলাকার সালেহ আহমদের স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে, বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল পাহাড়ি এলাকায় নিজের ক্ষেতে কাকরোলের ফুল লাগাতে যায় দিলোয়ারা বেগম। যাওয়ার মূহুর্তে সেখানে অসাবধানতাবশতঃ বন্য হাতি তাড়ানোর জন্য দুস্কৃতিকারীদের দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে সে। স্থানীয়রা উক্ত মহিলাটি কে উদ্ধার করে হাসপাতালে  আনার পথে তার তার মৃত্যু নিশ্চিত হলে পুনরায় তার লাশ বাড়ি নিয়ে যায়।

এই বিষয়ে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কপিল উদ্দীন সাথে কথা বললে তিনি বলেন, এই ধরনের ঘটনা  গত রমজান মাসেও হয়েছে,   একই রকম ভাবে বিদ্যুতের তারে জড়িয়ে একটি ছেলে আক্রান্ত হয়। এই ঘটনাটির কথা শুনে আমি চৌকিদার দিয়ে বিদ্যুতের তার গুলো ছিঁড়ে ফেলি। কিন্তু আবারো অবৈধ ভাবে বন্যহাতি তাড়ানোর জন্য পুনরায় বিদ্যুতের তার দিয়ে রাখে কতিপয় দুস্কৃতিকারীরা। যার কারণে আবারো এক বৃদ্ধ মহিলার মৃত্যু হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ