সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী জনগণকে ত্রাণ বিতরণ করেন বি.এন.পি'র নেতা মুজিব

আব্দুল ওয়াহাব
গত এক সপ্তাহ টানাবর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৮০শতাংশ এলাকা বন্যায় কবলিত হয়েছে।বন্যায় পানিবন্দী রয়েছে শিশু, বৃদ্ধ, মহিলাসহ কয়েকলক্ষ মানুষ।হাজার হাজার মানুষের ঘর-বাড়ী, গবাদী পশু সহ ব্যাপক ক্ষতি হয়েছে।বিশেষ করে উপজেলা সদর, বাজালিয়া, ঢেমশা, কেওচিয়া সহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ বন্যায় কবলিত হয়েছে। এসব এলাকায় কোনো কোনো বাড়ির ছাউনি পর্যন্ত ডুবে গেছে বন্যার পানিতে।মাথা গোঁজার টাই ঠুকু হারিয়ে নিঃস্ব হয়ে অনশনে রাত জাগছে অনেকেই।স্থানীরা জানান, সাতকানিয়ায় গত বিশ বছরে বন্যায় এমন পরিস্থিতি হয়নি।এবারের বন্যায় ১৯৯৭ সালের সেই ভয়বহ বন্যাকেও ছাড়িয়ে গেছে।
শনিবার সকাল থেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী জনগণের কাছে ত্রাণ বিতরণ করলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান,
পরে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন আযোজন করে, এসময় চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাঅন্তরীন না হতেন সর্বপ্রথম তিনিই বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাড়াতে পারতেন এবং সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০শতাংশ বন্যায় প্লাবিত হয়েছে, গত বিশ বছরের মধ্যে এমন বন্যা হয়নি।অনেক এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী রয়েছে সাড়ে তিন লাখ এরও বেশি  মানুষ। তাই সাতকানিয়া-লোহাগাড়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানায়।
তিনি অারো জানান, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতকানিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে আমরা সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাবো।
উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী অংগসংগঠনের সকল নেতাকর্মীদের বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়াঁনোর অাহবান জানান।
 তিনি আরো জানান আগামি ২০ জুলাই চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী (বি.এন.পি)এর মহানগর কার্যালয়ের সামনে দেশনেত্রীও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র মুক্তি আন্দোলনের কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে অনুষ্ঠিতব্য বিশাল গণসমাবেশকে সফল করার জন্য সাতকানিয়া-লোহাগাড়া বি.এন.পি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল
,শ্রমিকদল,কৃষকদল সহ অংগসংগঠনের সকল নেতাকর্মীদের উপস্হিত থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ