মাষ্টার নজির আহমদ ট্রাষ্ট কতৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে খতমে কোরআন, দোয়া মাহফিল, শোক র্যালী, স্মরণ সভা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং প্রথমবারের মত স্নাতক (পার্স) কোর্স পরিক্ষায় অংশগ্রহন করে উর্ত্তিনদের সম্মাননা প্রদান অনুৃষ্টান সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিদ্দিক আহমদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি, কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা আলোকিত সমাজ গড়ার কারিগর মাষ্টার নজির আহমদ সাহেবের জীবন দর্শন চর্চা করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া প্রতিষ্ঠান গুলো হল-
১) জোবেদা খাতুন এতিম ও হেফজখানা,
২) নোয়াপাড়া জামে মসজিদ,
৩) মাষ্টার নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৪) আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা,
৫) মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ।
আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার সুপারের মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।
0 মন্তব্যসমূহ