মোহাম্মদ এরশাদঃ
গুজবে
বি'ভ্রান্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটাতে বাঁশখালী থানা
পু'লিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত চলছে পু'লিশের সচেতনতামূলক প্রচারণা। মঙ্গলবার (২৩ জুলাই) বাঁশখালী
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম টিটুর নির্দেশে বাঁশখালী থানার পুলিশের
এএসআই"রা সিএনজি অটোরিকশা করে বাঁশখালী থানাধীন বিভিন্ন এলাকায় মাইকিং করতে
দেখা যায়।
বাঁশখালী
থানার এএসআই"রা বলেন, ‘গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা
নেওয়ার জন্য মানুষকে সচেতন করতে মাইকিং করে যাচ্ছি। কোনও এলাকায় অ'পরিচিত
লোক দেখা গেলে পু'লিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।’
চট্টগ্রাম
জেলা পুলিশ পক্ষ থেকে বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে জানান,‘গুজবে বি'ভ্রান্ত হয়ে
ছেলেধ'রা সন্দেহে কাউকে গণপি'টুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে
নগরবাসীকে অনুরোধ জানিয়ে পু'লিশ মাইকিং করে যাচ্ছে মহানগর এলাকাসহ
চট্টগ্রাম জেলার সকল উপজেলার থানায় মাইকিং করা হয়েছে, প্রয়োজনে পু'লিশের
সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যদি ছেলেধ'রা হিসেবে কাউকে সন্দেহ হয়
তাহলে গণপি'টুনি না দিয়ে তাকে পু'লিশের হাতে তুলে দিন।’
0 মন্তব্যসমূহ