বাঁশখালীর উপকূলে পানির জন্য দীর্ঘ লাইন,এলাকা বাসীর ভোগা।

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের ৭ নং ওযার্ডস্থ বলিবাজার সাইক্লোন সেল্টারের নিচ থেকে তোলা। পানির কলসীর সারিবদ্ধ এই দীর্ঘ লাইন প্রমাণ করে, আশে পাশের নলকূপগুলো ভালো নেই। নষ্ট হয়ে গেছে।  

ঘটনার বাস্তবতাও তাই। গ্রীষ্মের এই খরা মৌসুমে উপকূল এলাকার অধিকাংশ গভীর নলকূপগুলোতে পানির শূন্যতা দেখা দেয়। অবহেলার কারণে অনেক নলকূপ অল্প সময়ে নষ্ট হয়ে যায়। অথচ! সরকারি ভাবে বসানো একেকটি নলকূপের পিছনে লাখ টাকার বেশি সরকার ব্যয় করেছে। কিন্তু সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারছেনা। 

বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। উপকূল এলাকায় নষ্ট  হয়ে যাওয়া নলকূপগুলো দ্রুত মেরামত করে সাধারণ মানুষের কষ্ট দূর করা হোক। আশাকরি বিষয়টি বাঁশখালী উপজেলা প্রশাসন নজরে আনবেন এবং নলকূপগুলো মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ