মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
আজ ২৪ জুলাই বাঁশখালীর কৃতিমান পূরুষ ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিমের ২৪তম মৃত্যুবার্ষিকী।০১জুন ১৯২৮ সালে বাঁশখালী উপজেলা বাহারচরা ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামে জন্মগ্রহন করেন।১৯৫০ সালে প্রাচ্যের অক্সফোর্ড
খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্হান অধিকার করে এম.এ ডিগ্রি অর্জন করেন।
১৯৫১ সালে ঢাবি'র ইতিহাস বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করে ১৯৬৬ সাল পর্যন্ত কর্মরত থেকে পরবর্তীতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
১৯৫৯ সালে ঢাবি থেকে ড.ডিগ্রি এবং ১৯৬২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ২য় বার ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ১৯৭৫-৮১ পর্যন্ত চবি'তে উপচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। ইতিহাস বিষয়ে অসংখ্য গ্রন্থপ্রণেতা, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ও হাটহাজারী কলেজের প্রতিষ্ঠাতা।
বিগত ২৪ জুলাই ২০০৭ সালে তিনি ইন্তেকাল করেন।
১৯৯৫ সালে "একুশে পদক'' প্রাপ্ত বাঁশখালীর এই বীর সন্তান এবং ইতিহাসের সন্ধানী পুরুষের প্রতি বাঁশখালী নিউজ (বিএন) পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
0 মন্তব্যসমূহ