পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া(তেচ্ছিপাড়া) গ্রামে একদিকে সঙ্খ নদীর ভাঙ্গন অন্যদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে গ্রামটি

মোসলিম উদ্দীন,,পুকুরিয়া:- 
বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া (তেচ্ছিপাড়া)  গ্রামে একদিকে সঙ্খ নদীর ভাঙ্গন,,  একদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে গ্রামটি। এই বর্ষায় এই পর্যন্ত ভয়াবহ নদী ভাঙ্গনে  চল্লিশটি পরিবার নদীগর্ভে তাদের বাড়ি ভিটা হারিয়ে ফেলছে।
তাই তাদের আপন  বসতবাড়ি হারিয়ে বহুমুখী সমস্যার মাঝে কোন রকম বেঁচে আছে  ক্ষতিগ্রস্তরা। এছাড়া ঝূঁকিপুর্ণ অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বেশ কয়েকদিন ধরে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে গ্রমটির  ৯৫ ভাগ ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ