পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকলকে বৃক্ষ রোপন করা উচিত!
গত ২৬ জুলাই শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪ নং বাহারচরা শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপন অত্র শাখার সভাপতি মুহাম্মদ আবদুল আলিম রজবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন অত্র শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ হুমায়ন কবির।প্রধান অতিথির বক্তব্য বলেন, একটি গাছ মানুষের জীবনের প্রতিটিক্ষেত্রে চাহিদা মেটাচ্ছে। প্রতিদিন অর্থবিহীন অক্সিজেন সরবরাহ করে একটি গাছ। আমাদের চারপাশের পরিবেশ বাঁচাতে আমাদের উদ্যোগী হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। আর ধর্মীয় দৃষ্টিতে বৃক্ষরোপণ সদকায়ে জারিয়াহ। এটার সাওয়াব বহুমুখী। গাছের ফল মানুষ বা পশুপাখি খেল, এতেও সাওয়াব। কেউ ছায়া নিলো, এতেও সাওয়াব। আর এই সাওয়াব যতদিন বাঁঁচবেন ততদিন আপনার সাওয়াবের একাউন্টে জমা তো হবেই, মৃত্যুর পরে আপনি যখন আর নামাজ, রোজা, দানের সাওয়াব অর্জন করার সুযোগ পাবেন না, ঠিক তখন ও গাছ লাগানোর ফলে যে সদকা আপনি করছেন, তা আপনার আমলনাম যোগ হবে। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন মুহাম্মদ মোজাহের, ইব্রাহিম সুমন,মোজাম্মেল হক ফারুকি,লোকমান হাকিম, কাজী সাহেদ,ওয়াহিদুল ইসলাম,মুহাম্মদ শাহেদ,মিজানুর রহমান,রাশেদুল ইসলাম,মুনির উদ্দিন,ফখর উদ্দিন,এমরান প্রমুখ।
0 মন্তব্যসমূহ