চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ৪ নং বাহারছড়া ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ডের চান্দার বর বাড়ীর মোঃ বশির আহম্মদের ছেলে লিয়াকত আলী সংসারের হাল ধরতে ও জীবন জীবিকা নির্বাহের তাগিদে প্রতিদিন নিজ বাড়ীর পাশেই অর্থাৎ বাঁশখালী সমুদ্র সৈকতের কিছু দুরে গিয়ে খুটির সাথে ইলিশ ও অন্যান্য মাছ আহরনের উদ্দ্যেশে সমুদ্রের জোয়ার অসার আগেই জাল লাগাতেন এবং জোয়ারের পানি কমে গেলে সে প্রতিদিন মাছ গুলো নিয়ে নিজের সংসারের জন্য কিছু রেখে বাকি গুলো বাজারে বিক্রি করে নিজের ও পরিবারের খরচ জোগাইতেন।
কিন্তু আজ সকাল ১০.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় জোয়ার অাসার আগে খুটির সাথে জাল লাগানোর জন্য গেলে জালে অাটকে যায় এবং জোয়ার পানি বৃদ্ধি পেলে তার কোন হদিছ না পাওয়ায় তার পরিবারের লোকজন সমুদ্র কিনারায় জড়ো হতে থাকে। পরবর্তীতে স্থানীয়ারা জানান অনেক খোঁজা খুঁজি করে তার লাশ জালের সাথে অাটকানো অবস্থায় পাওয়া যায়।
কিন্তু আজ সকাল ১০.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় জোয়ার অাসার আগে খুটির সাথে জাল লাগানোর জন্য গেলে জালে অাটকে যায় এবং জোয়ার পানি বৃদ্ধি পেলে তার কোন হদিছ না পাওয়ায় তার পরিবারের লোকজন সমুদ্র কিনারায় জড়ো হতে থাকে। পরবর্তীতে স্থানীয়ারা জানান অনেক খোঁজা খুঁজি করে তার লাশ জালের সাথে অাটকানো অবস্থায় পাওয়া যায়।
0 মন্তব্যসমূহ