মোহাম্মদ এরশাদঃ
চোখ জুড়ানো সবুজে ঘেরা নৈসর্গিক পাহাড় বেষ্টিত বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরীস্থ রক্তিম সুর্য পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ আগষ্ট) বিকালে বাহারছড়া সমুদ্র সৈকতস্থ রক্তিম সুর্য সংগঠনের আহ্বায়ক আরাফাতুর রহমান রাফির সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক রবিউল আউয়াল হিরোর সঞ্চালনায় মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রক্তিম সুর্য সংগঠনের উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ মহিউদ্দীন নাবিল।
এসময় অন্যনদের মধ্যে
উপস্হিত ছিলেন ছাত্রনেতা সামশেদ হোসেন উমর,আনিছ, সায়েদ মাহমুদ, সাকিল, ওয়াহেদ, ফয়সাল,
মনছুর, মিশেল, হামিদ, হালিম, তানজিদ, টিপু, জিসন, সামুন, মনিরউদ্দীন, রাসেল, সায়মুন, রেজা, বাহাদুর, ইমন, রিফাত, ফরহাদ, ফয়েজ, সাকিল, বাচা, শহিদ প্রমুখ।
0 মন্তব্যসমূহ