মোহাম্মদ এরশাদঃ
গত ১৬ আগস্ট শুক্রবার বাশঁখালী চাম্বল বাজার ডি আর কমপ্লেক্স ২য় তলায় ট্রিটমেন্ট চক্ষু সেন্টার শুভ উদ্ভোধন হয়। পরিচালক মোজাম্মেল হক বলেন সুস্থ জীবনের জন্য সু-চিকিৎসা নিশ্চিয়তা নিয়ে বহুপ্রকার সেবা সমন্বয়ে ট্রিটমেন্ট চক্ষু সেন্টারের পদ যাত্রা। আর চট্টগ্রাম শহরে যেতে হবেনা এখানেই মিলবে চক্ষুসেবা। সার্বক্ষনিক ডাক্তারের ব্যবস্থা রেখে সেবা সমূহঃ এলকন মেশিনের সাহায্যে চোখের অপারেশন,সেলাই বিহীন চোখের অপারেশন,নেত্রনালীর অপারেশন,গ্লোকোমা রোগের অপারেশন,টেরা চোখের অপারেশন, কেলজিয়ন অপারেশন এবং চোখের প্রেসার মাপার সুব্যবস্থা সহ জটিল ও কঠিন চোখের রোগের সেবা রাখছেন বলে জানান এ পরিচালক। স্থানীয়রা মহাখুশি এ সেবা চালু হওয়াতে তারা জানান অনেক গরিব বৃদ্ধ পুরুষ মহিলা আছেন যারা চোখের নানান রোগে আক্রান্ত তারা পারেনা শহরে গিয়ে চোখের চিকিৎসা সেবা নিতে। অসহায় এ জনগোষ্টি অল্প টাকায় চক্ষু সেবা নিতে পারবে বলে আশা করেন। বর্তমানে চক্ষুসেবা দিবেন ডাঃ পাবন দেব, এমবিবিএস(সিইউ),পিজিটি (চক্ষু),ডাঃ সাইফউল হুদা, চক্ষু রোগ চিকিৎসক ও লেন্সস্পেশালিষ্ট।
0 মন্তব্যসমূহ