মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগরঃ
শুক্রবার চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে সিএমপি কমিশনার মাহবুবর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদারের সঞ্চালনায় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাবে না। বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।”
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যে পথে হাঁটছে সেটিই সঠিক দাবি করেন তিনি।
সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ‘ব্যর্থ’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ”মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যেভাবে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি শুরু করেছেন, তাদের কথাবার্তায় মনে হচ্ছে রোহিঙ্গারা দেশে ফিরে যাক এটি তাদের উদ্দেশ্য নয়; বরং রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করায় তাদের মূল উদ্দেশ্যে।”
সভায় আলোচনা করেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) শ্যামল কান্তি নাথ, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিবলী সাদিক, পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান।
অনুষ্ঠানে শোক দিবস নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
0 মন্তব্যসমূহ