চট্টগ্রা‌মে বিএন‌পির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কোন্দ‌লে সংঘর্ষ ভাংচুর

মুহাম্মদম‌হিউ‌দ্দিন
 গত ১  সে‌প্টেম্বর ২০১৯   রোববার                           চট্টগ্রামে মহানগর বিএনপির  ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী  আয়োজিত সমাবেশে দফায় দফায় সংঘর্ষ ভাংচু‌রের ঘটনা ঘ‌টে। নগরীর বিএন‌পির দ‌লীয় কার্যালয়ের  নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে এ সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছে কি না জানা যায়নি।
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং সংগঠনের নেতা শামসুল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।সংঘর্ষের সময় নেতাকর্মীরা ব্যাপক চেয়ার ছোঁড়াছুঁড়ি ও চেয়ার ভাঙচুর করে। এসময় দফায় দফায় সংঘর্ষের কারণে সমাবেশ বন্ধ হয়ে যায়। পরে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সমাবেশ শুরু হয়।তবে নগর যুবদল নেতৃবৃন্দের দাবি, হামলাকারীরা বহিরাগত। তারা কেউ নগর যুবদলের সাথে সম্পৃক্ত নয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক বিএনপি নেতা বক্তব্য রাখার সময় স্লোগান দেওয়াকে যুবদলের দু’পক্ষের কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয় এবং চেয়ার ছোঁড়াছুঁড়ি করে।নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘হামলাকারীরা নগর যুবদলের কেউ না। তারা বহিরাগত। তারা কেন হামলা করেছে আমি জানি না। ঘটনার সময় আমি নাসিমন ভবনে ছিলাম না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ