মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আন্ত-স্কুল মাদ্রাসা জোন ভিত্তিক ৪৮তম আসরের সব ভেন্যুর খেলা একযোগে উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাঁশখালী উপজেলার সকল উচ্চ বিদ্যালয়কে নিয়ে জাতীয় আন্ত-স্কুল মাদ্রাসা জোন ভিত্তিক ৪৮তম আসরের নিজ নিজ ভেন্যু খেলা গুলি একযোগে একই সময়ে অনুষ্ঠিত হয়।এ ধারাবাহিকতায় (খ) উপজোনের খেলা কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে উপজোন সভাপতি কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দন কান্তি দত্তের সভাপতিত্বে রামদাশ মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এবায়দুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর নাছেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহারুল ইসলাম, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃঞ্চন প্রসাদ সেন, বাহায়চড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি, পালেগ্রাম হাকিম মিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক আ ন ম ফরহাদুল আলম, দারুল ইসলাম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক জমির উদ্দীন,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আবুল হাশেম,পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার, সাবেক ইউপি সদস্য শফিকুল আলম শফিক, সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুল, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোকন কান্তি কর, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এরশাদুল আলম চৌধুরী, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শপন কান্তি,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সাইফুল আজম চৌঃ বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জমির উদ্দীন, শফিকুল প্রমূখ। উক্ত খেলায় মোকাবেলা করেন বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় বনাম কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়, এতে বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে জয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন (খ) উপজোন কমিটির সচিব কালীপুর নাছেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুলফিকারুল হক ও হেলাল, শাহাদাত হোসেন।চারটি ভেন্যুতে খেলা গুলো অনুষ্ঠিত হচ্ছে (ক) জোন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ১,২,৩ (খ) কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয় ৪,৫,৬খ,(গ) চাম্বল উচ্চ বিদ্যালয়৭,৮,৯,১০,( ঘ) নাপোড়াশেখেরখীল উচ্চ বিদ্যালয়ে ১১,১২,১৩,১৪,১৫ ইউনিয়ন অংশ গ্রহণ করবে।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ