মাতৃভূমির ভালবাসায় পরিচ্ছন্নতা কর্মী বনে গেলেন পুলিশ অফিসার

মোহাম্মদ এরশাদঃ 
চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত দীর্ঘ ৩৫ কিলোমিটারের সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন ছুটে অাসে শতশত পর্যটক। কিন্তু এই সমুদ্র সৈকতে উপভোগ করতে অাসা ও সৌন্দর্য্যর কথা প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেলেও মন চাইলেও অাসতে পারেন নাই শৈশবে যার বেড়ে উঠা এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের কোল ঘেষে যার বাড়ী তিনিই হলেন পুলিশ পরিদর্শক আমিন উল্লাহ। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত অাছেন। যার বাড়ী খানখানাবাদ ১নং ওয়ার্ড, সমুদ্র উপকূল জুড়ে। তিনি দুইদিনের ছুটিতে এসে নিজ পল্লির সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে করতে পথ চলতে থাকে। কিন্তু তিনি তার পথ চলার মধ্যে দিয়ে খুজে নিলেন চিক চিক করা বালির অপরূপ দৃশ্যের কমতি অনুভব করলেন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলথিন ও পানির বোতল। তাই তিনি অার কাল বিলম্ব না করে নিজে নেমে পড়লেন উক্ত পলিথিন অার বোতল গুলো কুড়িয়ে নিতে থাকেন।
তাহার এই মাতৃভূমির প্রতি ভালবাসা দেখে অনেকেরই চোখ খুলে দিয়েছে ভবিষ্যত যাতে এলাকার সচেতন নাগরিকরাও যেন নিজ পল্লিকে এইভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ