মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলা গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি।বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী,বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন,বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান,
মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতেয়াক আমহদ,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া,,কৃষি অফিসার আবু ছালেক, সার্বিক নিরাপত্তার দায়ীত্বে ছিলেন বাঁশখালী দায়িত্ব রত সেকেন্ড অফিসার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম এতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামিলীগ ওলমালীগের সভাপতি মোঃ আকতার হোছেন,পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, এস কে মোস্তাবা মিশু,এডভোকেট তোফাইল বিন হোসাইন, মোঃ জাফর ইকবাল
মাহামুদুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খোরশেদ আলম, আতিকুল আলম, শাহাজানসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁশখালীর ১৫টি ইউনিয়নকে নিয়ে গঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শেখেরখীল ইউনিয়ন বনাম পুকুরিয়া ইউনিয়ন। খেলায় শেখেরখীল ইউনিয়নের খেলোয়াড় মোঃ তৌহিদ ও মেজবাহ উদ্দিনের গোলে পুকুরিয়া ইউনিয়নকে ২-০ গোলে
পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় শেখেরখীল ইউনিয়ন। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি শেখেরখীল ইউনিয়নের খেলোয়াড় তৌহিদুল ইসলামকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিটুরাজ বড়ুয়া ও সহকারী ছিলেন তরিকুল ইসলাম ও জাকির হোসেন।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ