মোহাম্মদ এরশাদঃ
গত ৩১ সেপ্টেম্বর রাত সাড়ে তিন টার সময় ১নং পুকুরিয়া ইউনিয়নের নতুন পাড়ার হিন্দু পাড়ায় হাতির আক্রমনে তিনটি ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। জানা যায় যে,হিন্দু পাড়া নিবাসী হিরা চৌধুরী ওরফে হিরা সওদাগর,কৃষি কর্মকর্তা বিপন চৌধুরী ও সুমন দে ওরফে দর্জি সুমনের বাড়ির মাটির দেয়াল ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়।এ ছাড়াও ঘরে রক্ষিত একটি আলমারি সিরামিকের সামগ্রী ও রান্নার হাঁড়ি পাতিল সহ আরো বিভিন্ন বস্তুর ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় সৃত্রে জানা যায় কোন ধরনের আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ