চট্টগ্রাম জেলার বাশঁখালী পৌরসভাস্থ ভাদালিয়া, রূহুল্লাহপুকুর পাড় হতে দক্ষিণে বড় মাদ্রাসা সংযোগ সড়কের সেতুটি এখন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে।নড়বড়ে এই সেতুটির নিচের পিলার গুলু ভেঙে গেছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এই ব্রীজটির উপরিভাগ ভাসমান ভাবে কোন রকমে আছে। যে কোন মুহূর্তে দূর্ঘটনার সৃষ্টি হতে পারে,আরও হতে পারে যোগাযোগ বিচ্ছিনের ঘটনা। অথচ এই সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই সড়কের ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে স্থানীয় ভাদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বায়তুল ইরফান আদর্শ মাদরাসা,ভাদালিয়া বড় মাদরাসার ছাত্র -ছাত্রীরা ও হারুন বাজার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার লোকজন যাতায়াত করে।দুঃখের বিষয় হল বাঁশখালীতে অনেক উন্নয়ন হলেও এই জন গুরুত্বপূর্ণ সেতুর সংস্কারের কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। স্থানীয়রা বাঁশখালীর এমপি সহ জন প্রতিনিধি দের সুদৃষ্টি কামনা করছে। আকষ্মিক যে কোন বিপদ হতে মু্ক্তির জন্য স্হানীয় জনগন বাঁশখালীর উপজেলা প্রশাসন সহ কতৃপক্ষের নিকট এই নড়বড়ে সেতুটির দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছে।
/দুর্জয় বাংলা!
0 মন্তব্যসমূহ