মোহাম্মদ এরশাদঃ
গত ২৬ অক্টোবর বিকালে চট্টগ্রাম সিআরবিস্থ পুলিশই জনতা, জনতাই পুলিশ” পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উত্তর বিভাগ,দক্ষিণ বিভাগ,পশ্চিম বিভাগ আর বন্দর বিভাগকে নিয়ে কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতার ১ম খেলায় অংশ গ্রহণ করেন উত্তর বিভাগ বনাম বন্দর বিভাগ এতে উত্তর বিভাগ জয় লাভ করে,২য় খেলায় দক্ষিণ বিভাগ পশ্চিম বিভাগকে পরাজিত করে উত্তর বিভাগ ও দক্ষিণ বিভাগ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, উক্ত ফাইনাল খেলায় উত্তর বিভাগের অধিনায়ক বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার আন্তর্জাতিক ইসলামিক বিশ্যবিদ্যালয় ক্রীড়া অফিসার আব্দুস সলিম ও পটিয়া উপজেলার বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৈয়বা বেগম নিপার কৃতি সন্তান এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির সাবেক ক্রিকেটার আয়াজ সানির নেতৃত্বে উত্তর বিভাগ ২৬- ১৮ সেটে দক্ষিণ বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে উত্তর বিভাগ,
খেলা শেষে সভাপতি,চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এম এ মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল বাহার, বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত আইজিপি (টিঅ্যান্ডআইএম) বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত ফাইনাল খেলাটি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কৃতি সন্তান চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক এস এম গিয়াস
উদ্দিন বাবর ,আয়াজ সানির নেতৃত্বে উত্তর বিভাগ চ্যাম্পিয়ান ও এস এম গিয়াস উদ্দিন বাবর আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করায় বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মোমেন আক্তার মহোদয় এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজান সহ বাঁশখালী উপজেলার বিভিন্ন অগ্র -সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সানিকে।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ