বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ২ জন গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত ২টার দিকে পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ইউনিয়নের নাটমুড়া গ্রামের আবদুশ শুক্কুর (৪২) ও জাফর আহমদ (৫৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটমুড়া গ্রামে রোববার রাত ২টার দিকে একটি বন্য হাতি পাহাড় থেকে নেমে লোকালয়ে প্রবেশ করে। এসময় হাতিটিকে তাড়ানোর জন্য স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাতির শুঁড়ের আঘাতে লেদু মিয়ার পুত্র আবদুশ শুক্কুর ও আবদুল খালেকের পুত্র জাফর আহমদ গুরুতর আহত হয়।
পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ ও স্থানীয় সমাজকর্মী আবদুচ ছবুর জানান, বন্য হাতির পাল প্রায়সময় এখানকার লোকালয়ে প্রবেশ করে নানাভাবে ক্ষতিসাধন করে চলছে। হাতির আক্রমণে ইতোমধ্যে ৫১টি বসতঘর তছনছ হয়ে গেছে এবং আহত হয়েছেন অনেকেই।
কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হাতির আক্রমণের বিষয়টি অবগত হয়েছি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটমুড়া গ্রামে রোববার রাত ২টার দিকে একটি বন্য হাতি পাহাড় থেকে নেমে লোকালয়ে প্রবেশ করে। এসময় হাতিটিকে তাড়ানোর জন্য স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাতির শুঁড়ের আঘাতে লেদু মিয়ার পুত্র আবদুশ শুক্কুর ও আবদুল খালেকের পুত্র জাফর আহমদ গুরুতর আহত হয়।
পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ ও স্থানীয় সমাজকর্মী আবদুচ ছবুর জানান, বন্য হাতির পাল প্রায়সময় এখানকার লোকালয়ে প্রবেশ করে নানাভাবে ক্ষতিসাধন করে চলছে। হাতির আক্রমণে ইতোমধ্যে ৫১টি বসতঘর তছনছ হয়ে গেছে এবং আহত হয়েছেন অনেকেই।
কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হাতির আক্রমণের বিষয়টি অবগত হয়েছি।
/আজাদী।
0 মন্তব্যসমূহ