বাঁশখালীর চাম্বল ও ছনুয়ায় সংঘর্ষে মহিলাসহ আহত ৭

বাঁশখালীর চাম্বল ও ছনুয়া ইউনিয়নে গতকাল (সোমবার) সকালে পৃথক সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের মৃত লোকমান আহমদের ছেলে মো. আলমগীর (৭০), মো. আলমগীরের ছেলে জসীম উদ্দিন (৪৫) ও এনাম উদ্দিন (৩৫) কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সকালে চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হন। অপরদিকে ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতরা হলেন, নুর মোহাম্মদের স্ত্রী আনছারা বেগম (৫৫), রফিক উদ্দীনের স্ত্রী রুকিয়া বেগম (৫৪), মো. নুরনবীর ছেলে আলমগীর (১৮), নুরুন্নবীর স্ত্রী তৈয়বা বেগম (৩৫)।
বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অলক দেব জানান, চাম্বলে সংঘর্ষের ঘটনায় পিতাপুত্রসহ ৩ জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছনুয়ায় সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বাঁশখালী থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/পূর্বকোণ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ