জাগরণ ফুটবল একাডেমীর ৫ বছর পূর্তি উদযাপন ও ক্রীড়াশীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার ২১ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় সময় বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া বনাপুকুর পাড়স্থ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জাগরণ ফুটবল একাডেমীর ৫ বছর পূর্তি উদযাপন ও ক্রীড়াশীর্ষক আলোচনা সভা ইনসাফ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী শাহাদাত হোছাইন চৌধুরী সভাপতিত্বে ও জাগরণ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা, ছড়াকার ও সুরকার মুহাম্মদ বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ও শিক্ষানুরাগী মুহাম্মদ আসহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী এম. সৈয়দুল আলম চৌধুরী। বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী অন্জন চৌধুরী, বাঁশখালী উপজেলার ক্রীড়া সংস্থার সেক্রেটারি মু. জাফর ইকবাল, বাঁশখালী উপজেলার ক্রীড়া সংস্থার যুগ্ম সাম্পাদক প্রকাশ বড়ুয়া, চট্টগ্রাম আবাহনী লিঃ সাবেক ফুটবল কোচ মুহাম্মদ আলী,বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী ইউনুছ চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী মনিরুল মান্নান চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং নাটমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইউনুছ, সমাজসেবক মু. ইয়াকুব হোছেন চৌধুরী,বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং পূবালী ব্যাংকার সিনিয়র অফিসার মু. জসিম উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী মু. সাইফুউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দীন, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ/ বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ এরশাদ,বিশিষ্ট ব্যবসায়ী নুর হোছেন লিটু,রাজনীতিবিদ ও সমাজসেবক ফজলুল কবির, ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ, ইউপি মু. ফারুক, রাজনীতিবিদ ও সমাজসেবক মু.মাহবুব আলী খান,,সঙ্গীত পরিবেশন করেন, জাগরণ শিল্পীগোষ্ঠী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রেফারী মু. মাঈন উদ্দীন হাসান প্রমূখ।
0 মন্তব্যসমূহ