বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া তোতকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হালিমার হ্যাটট্রিকের সুবাদে রাঙ্গুনিয়া উপজেলার ভরণছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী ছনুয়া তোতকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর হয়ে হালিমা ৩ টি ও সায়েমা ১ টি করে গোল করেন। উক্ত সমাপনী সমাপনী ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রসাশক মোঃ ইলিয়াছ হোসেন,এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রসাশক (শিক্ষা) হাসান ছিদ্দিক,জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,
রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার,পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ,বাঁশখালী সহকারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান, কারা পরির্দশক ফোরকানুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হারুনুর রশিদ,লায়ন মোঃ আমিরুল হক ইমরুল কায়েশ,ছনুয়া মদিনাতুল মনোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার কাদেরী প্রমূখ।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।
উপজেলা প্রশাসন সহ বাঁশখালী সর্বস্তরের জনসাধারণ ক্ষুদে শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানান।ছনুয়া তোতকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমুন্নিছা বাপ্পী সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
0 মন্তব্যসমূহ