দিগন্ত দেবঃ
মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব ১৫ টি- টোয়েন্টি ক্রিকেটের ১০ম দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়,২য় খেলায় রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরাজিত করে উক্ত টুনামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমি।টসে জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রথমে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিং করতে পাঠালে নির্ধারিত ১২.৩ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান রান সংগ্রহ করতে সক্ষম হয় রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি,
দলের হয়ে সামি ১৪,ফিহাদ ১২, রাহিন ১৩ রান সংগ্রহ করেন, বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে মিনহাজুর রহমান ৪টি শাহাজাহান ২টি ইকন, শোয়াইবুল, শোয়াইবুল ১টি করে উইকেট লাভ করে,লক্ষ্য তাড়া করতে নেমে ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাঁশখালী ক্রিকেট একাডেমি।দলের হয়ে শুভ ২৪, আশরাফুল ১৩* রাকিব ১১ রান করেন।রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে সামি ৩টি উইকেট লাভ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল মনসুর চৌধুরী প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী ক্রিকেট একাডেমীর খেলোয়াড় মিনহাজুর রহমানের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।এদিকে উক্ত ম্যাচে জয় লাভ করাই সকল খেলোয়াড়সহ উক্ত টিমের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ও একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ।
দলের হয়ে সামি ১৪,ফিহাদ ১২, রাহিন ১৩ রান সংগ্রহ করেন, বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে মিনহাজুর রহমান ৪টি শাহাজাহান ২টি ইকন, শোয়াইবুল, শোয়াইবুল ১টি করে উইকেট লাভ করে,লক্ষ্য তাড়া করতে নেমে ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাঁশখালী ক্রিকেট একাডেমি।দলের হয়ে শুভ ২৪, আশরাফুল ১৩* রাকিব ১১ রান করেন।রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে সামি ৩টি উইকেট লাভ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল মনসুর চৌধুরী প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী ক্রিকেট একাডেমীর খেলোয়াড় মিনহাজুর রহমানের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।এদিকে উক্ত ম্যাচে জয় লাভ করাই সকল খেলোয়াড়সহ উক্ত টিমের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ও একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদ।
0 মন্তব্যসমূহ