বাঁশখালী'তে কিরিচের কোপে বৃদ্ধ আহত

বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মারামারিতে নুরুল আমিন নামে সত্তর বছরের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকালের দিকে ছনুয়া ইউনিয়নের কাতেব পাড়ায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুরুল আমিনের ছেলে গিয়াস উদ্দিন বলেন, লবণের মাঠের মালিকানা নিয়ে জেঠাতো ভাই মোস্তফা আলীদের সাথে বিরোধ ছিল। সোমবার উভয়পক্ষের সাথে কথা কাটাকাটি নিয়ে মারমারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের কেউ একজন কিরিচ নিয়ে বাবার ঘাড়ে কোপ দেয়। প্রচুর রক্তপাত শুরু হলে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিম বলেন, বৃদ্ধের ঘাড়ের বাঁ পাশে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কিংবা মামলা করলে আমরা ব্যবস্থা নিবো। এরপরেও আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
/পূর্বদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ