মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে বসতঘরে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হওয়ায় ঘটনা ঘটেছে। এতে অর্ধপাকা তিনটি টিনের চালের বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টেক পাড়ার মচ্ছা বাপের বাড়ীতে। বুধবার ৮ জানুয়ারী রাত ৯ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বাঁশখালী ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস আসার পূর্বেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। দীর্ঘ ৪৫ মিনিটের মতো সময়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মৃত ছাবের আহমদের ছেলে মৃত্যু মোহাম্মদ বাদশা, মোহাম্মদ জকরিয়া ও সালাহ্ আহমদের বসতঘর পুড়ে যায়।
সালাহ আহমদের বসতঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণব জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। আমরা শেখেরখীল ফাঁড়িরমূখ পর্যন্ত গিয়ে পৌছলে দেখি ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী রিয়ান মুহাম্মদ জানান, বসতঘরে আগুন ধরার সাথে সাথে স্থানীয়রা ছুটে আসেন। আগুন নিভাতে গিয়ে ৪-৫ জন লোক আহত হয়েছেন বলে জানান।
0 মন্তব্যসমূহ