করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১০ দিন লকডাউন জারি করেছে সরকার, এর মধ্যে বিপাকে পড়েছে হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুররা, এই সব কর্মহীন হয়ে পড়া লোকজনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে বাঁশখালীতে ১৪ শ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়।
আজ ২৮ (মার্চ) শনিবার বিকাল থেকে সরল ইউনিয়ন ও কালীপুর ইউনিয়ন এলাকার অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ডাল তেল, লবণ, সাবানসহ সম্বলিত প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোমেন আক্তার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, ইউপি সদস্য আনোয়ার আজিজ প্রমুখ।
নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি। কারো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয়, আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো। বাঁশখালীতে কেউ অনাহারে থাকবে না। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক এ ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
0 মন্তব্যসমূহ