বাঁশখালীতে কোয়ারেন্টাইনে না থাকায় বাহরাইন ফেরৎ একজনকে জরিমানা

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালীর মোঃ হামিদ আলী নামে বাহরাইন ফেরৎ প্রবাসীকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন।নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকার নির্দেশ অমান্য করায় তাকে ভ্রাম্যমান আদাএমনলতে এ জরিমানা করেন বাঁশখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেন আক্তার। জানা গেছে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের এজাহার মিয়া ছেলে মোঃ হামিদ আলী গত ১৮ মার্চ দেশে আসেন। সরকারের নির্দেশনা না মেনে বেপরোয়াভাবে বাজারে  ঘুরাফেরা করছে।
বৃহস্পতিবার  (১৯ মার্চ) এমন খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা, ভুমি কর্মকর্তা আল্ বশিরুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে তাকে ১০হাজার টাকা জরিমানা ও হোম কোয়ান্টাইনে পরবর্তী ১৪ দিন থাকবে সেই অঙ্গীকার নেয়া ছাড়া সরল ইউনিয়নে আজ রাতে একটি ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল এবং বৈলছড়ি ইউনিয়নে একটি ওয়াজ মাহফিল চালু অবস্থায় জনসমাগম রোধে এবং জনস্বাস্থ্যর কথা বিবেচনা করে ওয়াজ মাহফিল দুটি বন্ধসহ  বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হোম কোয়ারান্টাইনে থাকা লোকজন সত‍্যিকার অর্থেই বাসায় থাকছেন কি না তা নিশ্চিত করতে বাসায় বাসায় তদারকি ও কোন কোচিং সেন্টার চালু আছে কি না তা তদারকি করতে ভুমি কর্মকর্তা আল্ বশিরুল ইসলামকে সাথে নিয়ে বের হলে সকল কোচিং সেন্টার  বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ