চট্টগ্রামের বাঁশখালীতে সামান্য ৩ টি রুটির জন্য চায়ের দোকানদার, এক পাগলের উপর অমানুষিক নির্যাতন করে, লোহার রড় দিয়ে মেরে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে দিয়েছে। এমন ঘটনা তাতকনিক ফেইসবুকে ভাইরাল হলে,দৈনিক বর্তমান দিন পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ আনোয়ার ঘটনা স্হলে গিয়ে, বিষয়টি স্হানীয় মানুষের কাছে জানতে চাইলে শতশত মানুষ রিদয়বিদারক ঘটনার বর্ননা দেয়। তারা বলেন হটাৎ এক পাগল এসে দোকানের টেবিলের উপর রাখা রুটি থেকে ৩ টি রুটি খেয়ে পেলে, এটা দেখে চা দোকানদার কাইছার দোকানে থাকা রড় দিয়ে মেরে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে পেলে, আমরা ভয়ে কিছু বলতে পারিনি, কারণ এরা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী,এদের হাতে লাঞ্ছিত হয়নি এলাকায় এবং এলাকার বাইরের খুব কম আছে। তারা আরও বলেন মাদক বিক্রি করায় অনেকবার জেলও কাটছে। অমানুষিক নির্যাতন কারী চা দোকানদার হলেন কাইছার (৩২)পিতা মৃত জাফর আহমদ, গ্রাম পাইরাং প্রধান সড়ক সংলগ্ন বাড়ি সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড়। পারে পাগল লোকটার খবর জানতে চাইলে হামলা কারী দোকানদারের ভাই গিয়াস উদ্দিন বলেন ওকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেছে, তখন বাঁশখালী হাসপাতালে গিয়ে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন একটি পাগলকে নিয়ে গিয়াস উদ্দিন নামে এক লোক হাসপাতালে এসেছিলো,তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করে দিই,পাগলটার নাম জানতে চাইলে তিনি রেজিস্ট্রার দেখান এতে পাগলটার নাম কুদ্দুস লেখা দেখা যায়। হামলা কাইছার মেডিকেলে নিজের নাম গিয়াস উদ্দিন ও ভুয়া এই মোবাইল নম্বরটি দেন ০১৮৪১৫১৭১৯২ যা বন্ধ পাওয়া যায়। সাংবাদিকেরা খবর না পেলে সে পাগলটিট চিকিৎসা না করে কোনো জাগায় পেলে আসতো এমন ধারণা ডাক্তার ও মানুষের। এ ঘটনার বিচার চেয়ে সোশাল মিডিয়া ফেইসবুকে প্রতিবাদ ও নিন্দার জড় বয়ে যাচ্ছে। এ ঘটনার বিচার চেয়ে দ্রুত থানা অফিসার ইনচার্জ ওসির হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক মোঃ আনোয়ার ও ছাত্র লীগ নেতা আতিকুর রহমান টিপু বিষয়টি থানাকে অবহিত করেন। বর্তমানে পাগলটি হামলাকারী কাইছারের বাড়িতে আছে, ঘটনা ঘটেছে ৫,৪,২০২০ইং
0 মন্তব্যসমূহ