আশেক এলাহীঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকে বিভিন্ন মানবিক উদ্যােগ হাতে নিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিট ইতোমধ্যে অনেক মহতি উদ্যােগ সম্পন্ন করেছেন। বর্তমানে বিভিন্ন উদ্যােগ চলমান আছে। চলতি রমজান মাসে অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার এবং সেহেরী সামগ্রী বিতরণের উদ্যােগ গ্রহণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিট। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন এর অনুপ্রেরণায়, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা বখতিয়ারুল ইসলাম রিয়ান এর উদ্যােগে বাঁশখালীতে অসচ্ছল ৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের কর্মকাণ্ড ইতোমধ্যে সম্পন্ন করেছেন। উক্ত ইফতার সামগ্রী বিতরণে নিজ উদ্যােগ এবং স্থানীয় উদ্যােগী সচেতন ব্যক্তিরা তাকে সহায়তা করেছেন বলে জানান বখতিয়ার। বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে অসচ্ছল পরিবারের খোঁজখবর নিয়ে বাইক সহযোগে বাড়ি বাড়ি গিয়ে উক্ত ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বখতিয়ার। মার্চের প্রথম ও মাঝামাঝিতে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণু নাশক ছিটানো ইত্যাদি মানবসেবামূলক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন বখতিয়ারুল ইসলাম রিয়ান। দেশের প্রত্যেক সংকট মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগের একজন নগন্য কর্মি হিসেবে, সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে বলে জানান বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা বখতিয়ারুল ইসলাম রিয়ান।
0 মন্তব্যসমূহ