মোহাম্মদ এরশাদঃ
সারাবিশ্বে ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরিবহন বন্ধ রেখে ঘরে থাকার ব্যাপারে সরকারী নির্দেশনা রয়েছে। তাই অসংখ্য নিয়মিত অনিয়মিত বাস ড্রাইভার ও শ্রমিক গৃহবন্দী থেকে কর্মহীন হয়ে পড়েছে। এরা যেহেতু নিম্ম-মধ্যবিত্ত আয়ের পরিবার লজ্জার কারণে কারো কাছে হাত পাততেও পারছেনা। সীমাহীন কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তাই মানবতার টানে অসহায় বাস ড্রাইভার ও শ্রমিকদের মাঝে দু'বেলা খাবার পৌঁছে দেওয়ার প্রয়াসে ৫ এপ্রিল (রবিবার ) দিনব্যাপী বাঁশখালী উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের সড়ক যান বাহন বাস শ্রমিক ইউনিয়নের নিয়মিত ৪২০ জন ও অনিয়মিত ১৮০ জন মোট ৬'শত গৃহবন্দী বাস ড্রাইভার ও নিম্ন আয়ের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিুর রহমান চৌধুরী এমপি। প্রতি প্যাকেটে ছিল চাউল, ডাল, অালু এবং পরিমান মত তেল,,লবন, সাবান ইত্যাদি। এ ত্রাণ বিতরণে সার্বিক দায়িত্বে ছিলেন ৭নং সরল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ের মেম্বার রশিদ আহমদ। মেম্বার রশিদ আহমদ বলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে ওনার ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ নিয়মিত-অনিয়মিত মোট ৬শত জন বাস ড্রাইভার ও শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান। উপস্থিত যানবাহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বলেন আমাদের শ্রমিকরা সরকারি নির্দেশ মান্য করে গাড়ি চলা বন্ধ রেখেছে এহেন মুহুর্তে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের এমন উদ্যোগ কে ধন্যবাদ জানাই। ত্রাণ গ্রহণকারী সকল শ্রমিকরা বলেন আমরা সরকার নির্দেশ দেওয়ার পর থেকে গাড়ি চলা বন্ধ রেখেছি। আমরা বাস চালিয়ে দিনে এনে দিনে খাই। বর্তমানে আমরা অসহায় গৃহবন্দী। এমপি সাহেবের ত্রাণ পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং এমপি সাহেবের জন্য অন্তর থেকে অসংখ্য দোয়া করি।এ খাদ্য সামগ্রী বিতরণ কালে ত্রাণ টিমে ছিলেন সাংবাদিক সাঈদুল ইসলাম, আনোয়ার, এরশাদ, বাংলাদেশ ফেডারেশনের অন্তর্ভুক্ত বাঁশখালী সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি আলহাজ্ব ছিদ্দিক আহমদ অর্থ সম্পাদক আবদুল খালেক ওলামা লীগ নেতা আক্তার হোছাইন, হারুন, হামিদ মোরশেদ প্রমুখ।
0 মন্তব্যসমূহ