করোনার দুর্যোগে বাঁশখালীতে কৃষক লীগ কেটে দিলেন কৃষকের ধান





মোহাম্মদ এরশাদঃ
কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে করোনার এই পরিস্থিতিতে কৃষকেরা মাঠ থেকে ধান ঘরে তোলতে পারছিলেননা,ঠিক এমন মুহূর্তে কৃষকের ধান কেটে দিয়ে পাশে দাড়ালে বাংলাদেশ কৃষক লীগের সাবেক সদস্য মোহাম্মদ আরিফ হোসেন।

আজ ২৩ শে এপ্রিল সকাল ১০ টায় বাঁশখালী  উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর দার্শনিক উক্তিতে বাঁচলে কৃষক বাঁচবে দেশ শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)র নির্দেশনায় এবং বাংলাদেশে কৃষকলীগ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম রেজা ভাইয়ের মানবিক সহায়তার আহ্বানে বাংলাদেশ কৃষক লীগের সাবেক সদস্য মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মোহাম্মদ আরিফ হোসেন জানান,করোনার এই লকডাউনে কৃষক কোথাও থেকে শ্রমিক এনে ধান কাটতে পারছিলেননা,সেই কষ্টের কথা কানে আসলে কৃষক লীগ,যুব লীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় হতদরিদ্র কৃষকের ধান কাটা কর্মসূচি সম্পন্ন করা হয়।এ সময় সাথে উপস্তিত ছিলেন আনিছুর রহমান,সোহরাব হোসেন কায়েস, মোহাম্মাদ শাকিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ