বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে বাঁশখালী থানা পুলিশ

মোহাম্মদ এরশাদঃ

ভয়াল আতংক করোনা ভাইরাসের পরিস্থিতিতে গৃহ বন্দী কর্মহীন মানুষের মাঝে,বাঁশখালী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম'র  নিজস্ব তহবিলের খাদ্যসামগ্রী বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে বাঁশখালী থানা পুলিশ।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে পৌরসভার উত্তর জলদী এলাকায় এ খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলোর সংকটের কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো দুর্দিনে পুলিশ জনগণের বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকবে।’
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ