কথা দিলাম কালীপুর ইউনিয়নের কাউকে না খেয়ে থাকতে দেব না চেয়ারম্যান শাহাদাত

মোহাম্মদ এরশাদঃ
করোনা ভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের সহায়তা কার্যক্রমের আওতায় ৫নং কালীপুর ইউনিয়নের ১৩৫ জন পরিবারের মধ্যে কয়েকজনের মাঝে বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে ৫নং কালীপুর ইউনিয়নের ১৩৫ জন হতদরিদ্র ও কর্মহীন প্রতিটি পরিবারের করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ও সামাজিক দূরত্ব বজায় রাখা পূর্বক ত্রাণ গুলি মানুষের মাঝে পৌঁছাতে খুব সতর্কতার সহিত তৃতীয় দফায় ১০কেজি করে চাউল কয়েক জনের মাঝে বিতরণ করা হয়,অবশিষ্ট ত্রান গুলি উপকার ভোগীদের ঘরে ঘরে গিয়ে ইউপি ইউপি সদস্য ও সেচ্ছসেবকগনদের যথাযথভাবেই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম।


চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম বলেন,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে খাদ্য সামগ্রী   আমি ইতি মধ্যে ১ম ধাপে বরাদ্দ ১০০ জনকে ১০ কেজি করে চাউল ও ২য় বরাদ্দ ১০০ জনকে সাথে ডাল এবং আজ ৩য় বরাদ্দের চাল কালীপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ডের ১৫ জন করে মোট ৯ ওয়ার্ডের ১৩৫ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টায়  করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ৭ থেকে ৮ করে এবং সর্বশেষ ৫ কেজি করে চাল , দেড় কেজি করে আলু ও আধা কেজি করে ডাল সহ প্যাকেটে সর্বমোট প্রায় ৭৬০ পরিবারকে  প্রদান করেছি আশা করি সামনে  কমপক্ষে আরো ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করব, সেই সাথে জরুরী ভিত্তিতে সবসময় প্রত্যেক বুভুক্ষ মানুষের পাশে দাঁড়াব,

তিনি আরো বলেন আমি  আশ্বস্ত করতে চাই এ বলে যে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কাউকেও না খেয়ে আমরা মরতে দেবোনা সরকারের ৪র্থ বরাদ্দ ও আমরা শিঘ্রই পাবো, তাই বলি অস্থির হওয়ার কিছুই নেই বাজে মন্তব্য না করে অপেক্ষা করুন এবং দেখুন , কোথাও ভূল হলে পরামর্শ দিন,কথা দিলাম তবু কালীপুর ইউনিয়নের কাউকেও না খেয়ে থাকতে দেবোনা  ইনশআল্লাহ ।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নং কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম,  বাঁশখালী উপজেলা প্রানী সম্পদ অফিসারের প্রতিনিধিসহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ