বাঁশখালীতে ২ করোনা আক্রান্ত শনাক্ত? বাড়ি লকডডাউন

মোহাম্মদ এরশাদ 
বাঁশখালীতে আরও ২ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হলো।আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে নিশ্চিত হওয়ার পর বাঁশখালী প্রশাসন ৩টি বাড়ির ১৭ জনকে হোম কোয়ান্টিনে থাকার নির্দেশ দিয়েছে।বাঁশখালীতে তৃতীয়বারের মতো করোনা শনাক্ত হওয়া দুইজনই নারী।তাদের মধ্যে একজনের শ্বশুরবাড়ি বৈলছড়ির চেচুরিয়া হলেও তিনি গত কিছু দিন থেকে পৌরসভার নেয়াজর পাড়া এলাকায় তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে তার পৌরসভার আস্করিয়া মাজার সংলগ্ন বাড়ি এবং অন্য নারী রোগীর বৈলছড়ি ইউনিয়নের খদুলা পাড়ার বাড়ি ও পৌরসভার নেয়াজর পাড়া এলাকায় তার ভাইয়ের বাড়িকে লকডাউন করা হয়।তাদের নিজ বাড়ি ছনুয়া হলেও তারা পৌরসভার এখানে নিজস্ব বাড়ি করে বসবাস করে আসছিলেন দীর্ঘদিন থেকে।এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হয় বাঁশখালীতে।জানা যায়, করোনা পজিটিভ হওয়ার পর তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, ‘পজিটিভ হওয়ায় সতর্কতার জন্য ফলাফল প্রকাশের আগেই আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। দুইজনের বাড়িতে প্রশাসনের লোকজন যাচ্ছে।’বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘দুইজনের বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।’উল্লেখ্য, এই পযন্ত বাঁশখালীতে ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।তারা হলেন ডা. আসিফুল হক,তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে এখনও বাসায় অবস্থান করছেন, আর একজন হলেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের আব্দুল মালেক।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ